বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা পেল বাংলাদেশ।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১০ রানে হারে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক জিম্বাবুয়ে। খবর বাসসের।

জিম্বাবুয়ের সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিলো রায়ান বার্লের। এ ম্যাচে ২৮ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এতে ম্যাচসেরা হন বার্ল।

প্রথম দুই টি-টোয়েন্টির মতো সিরিজ নির্ধারণী ম্যাচেও টস জিতে আগে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। আগের ম্যাচে প্রথমেই বল হাতে আক্রমণে এসে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছিলেন স্পিনার মোসাদ্দেক হোসেন।

আজ শুরুতেই আক্রমণে আসেননি এ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক। নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের ইনজুরিতে এ ম্যাচের নেতৃত্বের ভার পেয়েছিলেন মোসাদ্দেক।