স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো আপত্তি নেই। কিন্তু যদি আন্দোলনের নামে রাজপথে যান চলাচল বন্ধ করা হয়, মানুষের জানমালের ক্ষতি করা হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। খবর বাসসের।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মঙ্গলবার নবনির্মিত থানা ও ফায়ার সার্ভিসের ফলক উন্মোচনকালে এসব কথা বলেন মন্ত্রী।

ওই সময় মন্ত্রী টঙ্গীবাড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনও ভার্চুয়ালি উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘বিএনপি রাজপথ দখল করবে কোন ইস্যুতে? তাদের সাথে কোনো লোকজন নেই। এ দেশের মানুষ আর অন্ধকারে যেতে চায় না। এ দেশের মানুষ একবার আলোকিত হয়েছে। আর অন্ধকারে যাবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনের ডাক দিয়ে তারা সব জায়গায়ই ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু কোনো জায়গায়ই বাধা দেই না। আমি বলে দিয়েছি তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে তাহলে আমাদের সেখানে কোরো আপত্তি নেই।’