বন্যার পানিতে তলিয়ে গেছে কেন্টাকির বিস্তীর্ণ অঞ্চল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকির পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আরও বর্ষণের কারণে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। খবর বাসসের।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এ রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশায়ার টুইটার বার্তায় আরও খারাপ খবর জানান।

তিনি বলেন, ‘আমরা কেন্টাকির পূর্বাঞ্চলের ব্যাপক বন্যার ঘটনায় আরও মৃত্যুর খবর পেয়েছি। এ নিয়ে কেন্টাকিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়াল।’

বেশায়ার আরও বলেন, ‘সেখানে বন্যায় এখনও যারা নিখোঁজ রয়েছেন, তাঁদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালানোর পাশাপাশি এসব পরিবারের জন্য প্রার্থনা করা হচ্ছে।’