পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা জাল নোট। ছবি : বাংলাদেশ পুলিশ

জাল টাকার নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ময়মনসিংহ।

রোববার (২৪ মার্চ) শেরপুরের নকলা থানাধীন হলপট্টি মোড় এবং নেত্রকোনা সদর থানাধীন নাগরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামি মো. রাকিব খানের (২৫) বাড়ি নেত্রকোনার আটপাড়া থানা এলাকায়। অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুরের নকলা থানাধীন হলপট্টি মোড় থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয় ১ হাজার টাকার ১৮টি ও ৫০০ টাকার দুটি জাল নোট। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর থানাধীন নাগরা এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে জাল নোট কেনাবেচায় জড়িত। তাঁদের বিরুদ্ধে নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।