পুলিশি হেফাজতে তিন অভিযুক্ত। ছবি: পুলিশ নিউজ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় শাহাদাত হোসাইন (২২) নামের এক যুবককে কাঁচি নিয়ে আঘাত করে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেমের (৫৮) দায়ের করা মামলায় গত রোববার (১৪ নভেম্বর) মো. রফিক (৫০), মো. ইলিয়াস (২৬) ও মো. ওসমান গণিকে (৪২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপোর নিহা ফ্যাশন গার্মেন্টসে চাকরি করতেন ভুক্তভোগী। এ সময় সহকর্মী মো. তারেকের (১৮) সঙ্গে ভুক্তভোগীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে কাঁচি দিয়ে আঘাত করেন অভিযুক্ত। পরে বাকি তিন অভিযুক্ত ভুক্তভোগীকে একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিন দিন পর ভুক্তভোগীর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর মৃত্যু হয়। এদিন রাতেই বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।