এক ব্যক্তিকে হারানো ফোন ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।

সোমবার (২৫ মার্চ) ভুক্তভোগীদের এসব ফোন হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।

নড়াইল সিসিআইসির উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, ফোন হারানোর ঘটনায় বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ২০টি ফোন উদ্ধার করা হয়। এ সময় হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কয়েকজন।

নড়াইল সিসিআইসির ইনচার্জ মো. শাহ্ দারা খান এবং সিসিআইসিতে কর্মরত পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।