পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুজন জাল টাকার কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলার উলিপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে জাল টাকাসহ দুজন কারবারিকে গ্রেপ্তার করেছে।

৫ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে উলিপুর থানাধীন উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নূরপুর রামদাস ধনিরাম গ্রামে জালনোট কারবারি মো. জাহিদুল ইসলামের বসতবাড়িতে জাল টাকা আদান-প্রদান করার সময় মো. জাহিদুল ইসলাম (৪২) ও মো. ইদ্রিস আলীকে (৩০) ৫৩টি এক হাজার টাকার জাল নোটসহ হাতেনাতে গ্রেপ্তার করে উলিপুর থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বলেন, ঈদুল আজহা সামনে রেখে কোনো কুচক্রী মহল যাতে সক্রিয় হতে না পারে, সেই লক্ষ্যে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় উলিপুর থানা-পুলিশের অভিযানে জাল নোটসহ হাতেনাতে গ্রেপ্তার হয় একটি চক্র। ভবিষ্যতে কুড়িগ্রাম জেলায় জাল নোট কারবারের সাথে জড়িত যে-ই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।