জামালপুরে গায়ে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের দুজন। ছবি: জামালপুর জেলা পুলিশ

জামালপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মঙ্গলবার জামালপুর সদর থানায় মামলা হয়েছে।

মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে জামালপুর সদর থানার পুলিশ পাঁচ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জামালপুর সদর থানাধীন এলাকার বাসিন্দা মো. আবদুর রাজ্জাককে মারধর করার পাশাপাশি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর প্রতিপক্ষের লোকজন। পাশাপাশি আবদুর রাজ্জাকের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় মঙ্গলবার আবদুর রাজ্জাকের ছেলে মো. আবদুল আল মামুন বাদী হয়ে মামলা করেন।

মামলা হওয়ার সঙ্গে সঙ্গে জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর, কাজী শাহনেওয়াজ, অফিসার ইনচার্জ, জামালপুর থানা, নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই মো. তারিকুজ্জামান এজাহার নামীয় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেন।