জাপানের সঙ্গে বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে সামরিক মহড়া করেছে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় জাপানের আরোপ করা নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হয়ে মস্কো এই পদক্ষেপ নিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আট দশক হতে চলেছে। তবে বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি হয়নি। সে দিক থেকে বলা যায়, রাশিয়া ও জাপান এখনো যুদ্ধের মধ্যে রয়েছে। সেই যুদ্ধের সমাপ্তির জন্যই দুই দেশ শান্তি আলোচনা শুরু করেছিল। কিন্তু ইউক্রেন হামলার জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে জাপানও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে বসেছে। এতে ক্ষুব্ধ হয়েছে মস্কো।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক ইউনিট কুরিলে মহড়া করছে। তবে কুরিলের কোথায় এ মহড়া হচ্ছে, তা তারা বলেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবারের মহড়ায় তিন হাজারের বেশি রুশ সৈন্য ও কয়েক শ সেনা সরঞ্জাম নিয়ে অংশ নিচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।