আফগানিস্তানে সাম্প্রতিক একটি ভূমিকম্পের পর একটি ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি : এএফপি

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর আল অ্যারাবিয়ার।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোরে জালালাবাদ শহরের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মৌলভি নাজিবুল্লাহ হানিফ বখতার বলেছেন, ‘রবিবার দিবাগত রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

এর আগে জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দেশটি এখনো সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।