প্রতীকী ছবি

ঢাকার ঝিলমিল ও পূর্বাচলে জমি দেওয়ার আশ্বাসে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

মঙ্গলবার (৩০ মে) রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে আসামি দেবাশীষ কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম (সেবা) জানান, রাজউকে যাতায়াতের সুবাদে ভুক্তভোগী নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে অভিযুক্ত দেবাশীষের। একপর্যায়ে ওই নারীকে ঢাকার ঝিলমিল ও পূর্বাচলে জমি দেওয়ার আশ্বাস দেন তিনি। এ জন্য বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে ৮ কোটি ৮০ লাখ টাকা নেন দেবাশীষ।

এই পুলিশ কর্মকর্তা জানান, ভুক্তভোগী জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করেন দেবাশীষ। টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান। এমনকি ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করেন ওই নারী। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রামপুরা এলাকা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।