জন্মাষ্টমী উপলক্ষে কুড়িগ্রামে বুধবার আলোচনা সভা ও শোভাযাত্রায় অংশ নেয় জেলা পুলিশ। কোলাজ: পুলিশ নিউজ

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বুধবার কুড়িগ্রাম জেলা সদরসহ উপজেলাগুলোতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা প্রদান করে।

কুড়িগ্রাম সদরে সকাল সাড়ে ১০টায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুড়িগ্রামের আয়োজনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়।

শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে শুরু হয়ে জাহাজঘর মোড় হয়ে সবুজপাড়া রোড হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে কেন্দ্রীয় কালীমন্দিরে শেষ হয়।

আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রদীপ প্রজ্বালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রামের সভাপতি রবি বোস।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, কুড়িগ্রামের সহকারী প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরীসহ অনেকে।

জন্মাষ্টমী উপলক্ষে কুড়িগ্রামের পুলিশ জেলাব্যাপী সারা দিনের জন্য বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।