শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জেলার এসপি কাজী মনিরুজ্জামান পিপিএম। ছবি : সাতক্ষীরা জেলা পুলিশ

মাদক, ইভ টিজিং, জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান পিপিএম। তিনি বলেন, মাদক কারবারি, চোরাকারবারি, জঙ্গিবাদের হাত যতই শক্তিশালী হোক, আইনের আওতায় তাকে আসতেই হবে।

গতকাল শনিবার সকালে এসএসসি-২০২২ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কমিউনিটি পুলিশিং সভায় প্রধান হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ‘প্রিমিয়ার ছাত্র সংঘ, কলারোয়া থানা, সাতক্ষীরা’র উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।

ওই সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথাও বলেন তিনি।