পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বান্দরবানের লামা এবং বৃহস্পতিবার (২৮ মার্চ) কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আবু জাহেদ সজীব ও শহিদুল ইসলাম।

সিএমপির উপপুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, ৯ মার্চ সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ নয়া মসজিদ হারুন জমিদারের বাড়ির সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। ১৬ মার্চ শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীরা।

তিনি জানান, তদন্তের একপর্যায়ে বুধবার বান্দরবানের লামা থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের কমিউনিটি সেন্টার বাজার থেকে সজীবকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার কক্সবাজারের চকরিয়া থানাধীন বানিয়ারছড়া স্টেশন এলাকা থেকে মোটরসাইকেলসহ শহিদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।