পুলিশি হেফাজতে পাঁচ আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

হবিগঞ্জের চুনারুঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা, একটি কাটার মেশিন, সাতটি মোবাইল ফোন, একটি ক্যামেরা ও একটি ব্যাগ জব্দ করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) চুনারুঘাট থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ফারজাত হোসেন সজীব, মো. হানিফ (৪৩), মো. জামাল (৩৯), মো. তৌহিদ (২৫) ও হৃদয় চন্দ্র সরকার (১৯)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জব্দ করা মালামাল। ছবি : বাংলাদেশ পুলিশ

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ১৪ এপ্রিল সন্ধ্যায় চুনারুঘাট পৌরসভার হাজী চেরাগ আলী মার্কেটের একটি দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে মামলা করেন ভুক্তভোগী। তদন্তের একপর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।