ডিএমপির ডিবি ওয়ারী বিভাগের অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকার দোহার এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলিফ, মো. জাহিদুল ইসলাম জনি, মো. শহিদুল ইসলাম রনি ও সোলাইমান হোসেন রাব্বি।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তিনি ডিএমপি নিউজকে জানান, ডিএমপির গেন্ডারিয়া থানার একটি মোটরসাইকেল চুরি মামলা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে বৃহস্পতিবার আলিফ ও জনি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে আটটায় ঢাকার দোহারের জয়পাড়ার মাসুদ এন্টারপ্রাইজের একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া সেই জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তখন সেখান থেকে আরও একটি রেজিস্ট্রেশনবিহীন এফজেড-এস মোটরসাইকেল উদ্ধার করা হয়। আর গ্রেপ্তার করা হয় এ চক্রের হোতা রনি ও রাব্বিকে।

ডিএমপির গেন্ডারিয়া থানায় করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।