উদ্ধার করা চোরাই গরু ও আটক চোর চক্রের তিন সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর চর জব্বর থানা এলাকা থেকে তিনটি চোরাই গরু উদ্ধার ও গরুচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চর জব্বর থানা-পুলিশ। আজ বুধবার দুপুরে চক্রের সদস্যরা চুরি যাওয়া গরুগুলো পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদ পেয়ে স্থানীয় চর আকরাম উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন এনামুল হক ( ৫০), একরাম হোসেন (৩০) ও মোহাম্মদ রুবেল (২৫) ।

১ জুলাই দিবাগত রাতে চর জব্বর থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ওরফে চাঁন মিয়ার গোয়াল থেকে ৩টি গরু হারিয়ে যায়। চান মিয়া আশপাশের এলাকায় গরুগুলো খুঁজতে থাকেন। পুলিশ ঘটনাটি লোকমুখে জানতে পেরে এ বিষয়ে অনুসন্ধান চালায়। পরে গোপন খবরের ভিত্তিতে তারা এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তাঁরা চান মিয়ার বাড়ি থেকেই গরু তিনটি চুরি করেছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।