পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা গরু। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের বড়লেখা থানা-পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই গরুসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) ও মঙ্গলবার (৮ আগস্ট) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ইব্রাহিম আলী ওরফে মামুন, সাজু মিয়া, বটল মিয়া ওরফে তাজউদ্দিন, জাহিদ হাসান ও রিয়াজ উদ্দিন। তাঁদের বাড়ি বড়লেখা থানা এলাকায়।

পুলিশ জানায়, সোমবার ভোরে বড়লেখা থানাধীন পূর্ব দক্ষিণভাগ গ্রামের রিপন দাসের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। ভোরেই গরুসহ আসামি ইব্রাহিমকে আটক করেন স্থানীয়রা। তাঁর দেওয়া তথ্যে কাঁঠালতলী থেকে সাজু ও জাহিদকে এবং শাহবাজপুর থেকে দুটি গরুসহ বটলকে গ্রেপ্তার করা হয়। এরপর ডিমাই এলাকা থেকে মঙ্গলবার ভোরে চোর চক্রের হোতা রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি জানান, গ্রেপ্তার আসামিরা আন্তজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নিদের্শনা অনুযায়ী গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।