পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কারসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহর নির্দেশনায় আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই (নি.) মাহফুজুর রহমানের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী প্রাইভেট কার (নং- ঢাকা মেট্রো গ ৩৩-৭৫২৩-)এ তল্লাশি চালায়। তারা গাড়ির সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল (৫০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় লোহাগাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, নিরাপদ চট্টগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম চট্টগ্রাম জেলা পুলিশ।