মানসিক ভারসাম্যহীন টিপুকে তাঁর মা-বাবার কাছে তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। এ সময় কনস্টেবল আপন হোসেন মানিক (বাঁ থেকে দ্বিতীয়) উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল আপন হোসেন মানিকের সহযোগিতায় প্রায় ছয় বছর পর নিজের বাড়িতে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন যুবক মো. টিপু।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন টিপুকে তাঁর মা-বাবার কাছে তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। এ সময় টিপুর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

কনস্টেবল আপন হোসেন মানিকের সঙ্গে মানসিক ভারসাম্যহীন যুবক মো. টিপু। ছবি : বাংলাদেশ পুলিশ

মো. টিপুর বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানাধীন পুরাতন চৌধুরীপাড়ায়। তিনি মো. ছবির মিয়া ও নাসিমা খাতুনের সন্তান।

কনস্টেবল মানিক জানান, চাঁদপুর আদালতপাড়ায় এক ভবঘুরে যুবককে দেখতে পেয়ে পরিচয় জানতে চান তিনি। কিন্তু সাড়া মেলেনি। তবে দমে যাননি মানিক। ওই যুবকের সেবা-শুশ্রুষার দায়িত্ব নেন তিনি। নিজ দায়িত্বে ওই যুবকের চুল-দাঁড়ি কাটিয়ে গোসল করান তিনি। পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। গত সোমবার (৩ আগস্ট) ওই যুবককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর পাল্টে যায় দৃশ্যপট। খবর পেয়ে ছুটে আসেন টিপুর মা-বাবা।

কনস্টেবল মানিক আরও জানান, এর আগে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত থাকাকালে ৯ জন, চট্টগ্রাম শহরে তিনজন, নোয়াখালী সদরে একজন, লক্ষ্মীপুর সদরে চারজন এবং চাঁদপুর সদরে পাঁচজনসহ মোট ২২ জন অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি।

মানিক বলেন, ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী মানসিক ভারসাম্যহীন, দুস্থ, এতিম, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, এই মহৎ কাজটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ধরনের মানবিক কাজ চাঁদপুর জেলা পুলিশ প্রতিনিয়ত করবে।