পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের তাড়াইল থানা-পুলিশের অভিযানে ছয়টি চোরাই গরুসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ মে) ভোরের দিকে স্থানীয়দের সহায়তায় তাড়াইল থানাধীন পুরুড়া বাজার চৌরাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন তাড়াইল থানা এলাকার আ. আওয়াল (৪৩), জজ মিয়া (৪০), সবুজ মিয়া (৫০) ও মো. আনোয়ার হোসেন (২৬)।

তাড়াইল থানা-পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।