পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

চোরাই অটোরিকশাসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার বরুড়া থানা-পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে বুড়িচং থানাধীন কাবিলা জুতা ফ্যাক্টরির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি শাকিল হোসেনের (২১) বাড়ি বরুড়া থানাধীন উত্তর শালুকিয়া এলাকায়।

বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম ফখরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বরুড়া থানাধীন আদমসার পূর্ব বাজার জামে মসজিদের বাইরে অটোরিকশা রেখে নামাজ পড়তে যান ভুক্তভোগী কামরুল হাসান (২৬)। মসজিদ থেকে বের হয়ে অটোরিকশাটি খুঁজে পাচ্ছিলেন না তিনি। একপর্যায়ে অটোরিকশায় থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে অটোরিকশাটির অবস্থান শনাক্ত করেন তিনি। পরে কয়েকজন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাসহ শাকিলকে আটক করেন তিনি।

এই পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ আসামি শাকিলকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।