জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে চুয়াডাঙ্গায় একটি বাল্যবিবাহ বন্ধ করেছে পুলিশ। ১৫ অক্টোবর (শনিবার) দুপুরে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার শংকরচন্দ্র ইউনিয়নের একটি গ্রামে স্কুলপড়ুয়া এক কিশোরীর (১৪) বিয়ের আয়োজন করেছিল পরিবার। স্থানীয় একজন ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ৯৯৯ থেকে দ্রুত বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় অবহিত করা হয়।

অবিলম্বে সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একদল সদস্য কনের বাড়িতে হাজির হয়। এরপর বিয়েটি বন্ধ করে অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান পুলিশ সদস্যরা।