উদ্ধার হওয়া শ্রমিকদের কয়েকজন। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মেঘনা নদীতে ডুবে যাওয়া একটি সিমেন্টবাহী লাইটার জাহাজের ১৫ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রোববার (১৬ জুলাই) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বেলা পৌনে ১১টার দিকে জাহাজটির শ্রমিক আসাদুজ্জামান ৯৯৯ নম্বরে ফোন করে জানান, প্রায় ৯০০ টন সিমেন্ট নিয়ে ঢাকা থেকে মোংলায় যাচ্ছিল এম ভি প্রিমিয়ার-৫ নামের লাইটার জাহাজটি। বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট এলাকায় আসার পর জাহাজটি ডুবতে শুরু করে। জাহাজে ১৫ জন শ্রমিক আছেন। এমন অবস্থায় শ্রমিকদের উদ্ধারের অনুরোধ জানান তিনি।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ৯৯৯ নম্বরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল উদ্ধারকারী নৌযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ১৫ শ্রমিককে জীবিত উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, এরই মধ্যে জাহাজটি ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতা চলছিল।