চুয়াডাঙ্গা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার মুঠোফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। ছবি: বাংলাদেশ পুলিশ

সাইবার জগৎ নিরাপদ রাখতে উদ্বোধনের পর থেকেই চুয়াডাঙ্গা জেলায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। মুঠোফোনের আর্থিক লেনদেনের প্ল্যাটফর্মে প্রতারণা, মুঠোফোন উদ্ধার, অনলাইনে বিভিন্ন হয়রানি-প্রতারণাসহ নানা ধরনের সাইবার অপরাধ দমনে একের পর এক সাফল্য দেখিয়ে চলেছে।

এই সাফল্যের অংশ হিসেবেই সর্বশেষ এই সেল দর্শনা থানার কামরুল ইসলাম, উজালপুর গ্রামের আবুল হোসেন ও মেহেরপুর জেলার গাংনী থানার মো. আবু তাহেরের মুঠোফোন সিরাজগঞ্জ, নাটোর ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করেছে। এরপর ১২ জানুয়ারি (বুধবার) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস।

হারানো মুঠোফোন ফিরে পেয়ে এগুলোর মালিকেরা আপ্লুত হয়ে বলেন, ‘আমরা মোবাইল ফোন হারিয়ে ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। ফোনগুলো এত দ্রুত আবার ফিরে পাব ভাবতে পারিনি। চুয়াডাঙ্গা জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা।’