চীনে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির সিচুয়ান প্রদেশের কাংডিং শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রত্যন্ত এক এলাকায় ৫ সেপ্টেম্বর (সোমবার) ভূমিকম্পটি আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে অন্তত ৪৬ জনের প্রাণহানী হয়েছে। আহত হয়েছে অনেকে। ভূমিকম্পের পর বেশ কয়েক দফায় পরাঘাতও অনুভূত হয়েছে।