চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি কয়লাখনিতে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। খবর এএফপির।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে পিংডিংশানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি জানায়, কয়লাখনিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিতে ৪২৫ জন কাজ করছিলেন। খনির দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা হেফাজতে নিয়েছে।