যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার বুস্টার ডোজ এই ভাইরাসের অতিসংক্রামক ধরন অমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা। এ-সংক্রান্ত একটি পরীক্ষার প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই দাবি করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তারা করোনার তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে তাদের তৈরি ভ্যাক্সজেভরিয়ার কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার প্রাথমিক তথ্যে দেখা গেছে, বুস্টার ডোজ হিসেবে ভ্যাক্সজেভরিয়া ব্যবহার করা হলে তা অমিক্রনের বিরুদ্ধে উচ্চ অ্যান্টিবডি তৈরি করে। করোনার বেটা, ডেলটা, আলফা, গামাসহ অন্যান্য ধরনের বিরুদ্ধেও এটি উচ্চ অ্যান্টিবডি তৈরি করে।

যাঁরা আগে দুই ডোজ ভ্যাক্সজেভরিয়া বা এমআরএনএ টিকা নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই টিকার তৃতীয় ডোজের কার্যকারিতা বেশি দেখা গেছে। বুস্টার ডোজের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা বিশ্বব্যাপী ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে এই পরীক্ষার তথ্য জমা দেবে।