জাপানি নাগরিকদের ভিসা চীন বন্ধ করে দেওয়ায় বুধবার প্রতিবাদ জানিয়েছে টোকিও। একই সঙ্গে জাপান এ সিদ্ধান্ত পাল্টাতে চীনের কাছে দাবি জানিয়েছে। খবর বাসসের।

এদিকে চীন মঙ্গলবার বলেছে, টোকিও ও সিউলের নেওয়া পদক্ষেপের কারণে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রাখবে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, চীনের প্রতিশোধমূলক এই পদক্ষেপ দুঃখজনক।

তিনি উল্লেখ করেন, জাপানের নেওয়া পদক্ষেপ হলো চীনের মূল ভূখণ্ড ও ম্যাকাও থেকে ভ্রমণের আগে এবং অবতরণের পর ভ্রমণকারীদের কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। কিন্তু চীনা ভ্রমণকারীদের প্রবেশে বাধা নয়।

তিনি আরও বলেন, ‘আমরা কূটনৈতিক উপায়ে চীনের কাছে এর প্রতিবাদ এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।’