উদ্ধার করা আইফোন। ছবি : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তৎপরতায় ১০টি চোরাই আইফোন উদ্ধার করা হয়েছে। এ সময় রিজুওয়ানুর আহম্মেদ শরীফ নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (১১ জানুয়ারি) ভোরে সায়েদাবাদ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গত ২৮ ডিসেম্বর বিকেলে পল্লবীর উদ্দেশে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে বাসে চড়েন মো. তৌকির নামের এক ব্যক্তি। সায়েদাবাদের জনপথের মোড়ে এসে ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম থেকে জেগে দেখতে পান, তাঁর আইফোনটি পকেটে নেই। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

তিনি বলেন, মামলা তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় সায়েদাবাদ এলাকার নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০টি আইফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ভুক্তভোগীর চুরি যাওয়া আইফোনটিও ছিল।