চিলিতে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১৩ জনের মৃত্যু এবং ১৪ হাজার হেক্টরের মতো এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৫১টি দাবানল ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে ৬৫টি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করা হয়েছিল। খবর রয়টার্সের।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে রাজধানী সান্তিয়াগোর ৫০০ কিলোমিটার দক্ষিণের অঞ্চল বিয়োবিওর সান্তা হুয়ানা শহরে এক দমকলকর্মীসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

চিলির কৃষিমন্ত্রী বলেন, এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় লা আরুকানিয়াতে একটি জরুরি সহায়তার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেটির চালক ও যন্ত্রপাতি ঠিক করার এক কারিগরের মৃত্যু হয়েছে।