ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অর্থ পাচারের অভিযোগে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইডি। তবে সোনিয়া গান্ধী করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদের তারিখ পেছানো হয়েছে। রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ১৩ জুন। এদিন ইডি রাহুলকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। ১৪ জুন (মঙ্গলবার) তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।

১৩ জুন ইডির অফিসে যাওয়ার সময় দলের কর্মীরা রাহুল গান্ধী ও তাঁর বোন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে গেলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে কংগ্রেসের পার্লামেন্ট সদস্য ও আইনজীবী অভিষেক মানু সিংভি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অর্থ পাচারের কোনো প্রমাণ নেই।

যদিও ইডির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিভেন্টিং মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তাঁদের আর্থিক হিসাব চাওয়া হয়েছে।

এর আগে ইয়ং ইন্ডিয়ান পার্টির মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার আর্থিক অনিয়মের তদন্তের জন্য সম্প্রতি একটি মামলা করা হয়েছে।