চা বাগানে তিন শ্রমিক। ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহের বেশি সময় আন্দোলন করা চা শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক ১৭০ টাকা নির্ধারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে শনিবার বিকেলে চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে নতুন মজুরি নির্ধারণ করেন মাননীয় প্রধানমন্ত্রী।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বিভিন্ন বাগানে কর্মরত চা-শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ল ৫০ টাকা।

ন্যূনতম দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করে আসছিলেন সিলেট বিভাগের বিভিন্ন বাগানের চা শ্রমিকরা। এ নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের কয়েক দফা বৈঠকেও মজুরির বিষয়টি সুরাহা হয়নি।

পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিষয়টির সমাধান চান চা বাগান মালিকরা। পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী শনিবার বিকেল ৪টার পর তাঁদের সঙ্গে বৈঠকে বসেন। সে বৈঠকেই চা শ্রমিকদের নতুন দৈনিক মজুরি নির্ধারণ হয়।