উদ্ধার কারেন্ট জালের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুর নৌ-থানার পুলিশ অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।

নৌ-থানার দায়িত্বরত অফিসার এবং তার টিম ১২ জুলাই মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ৪৫ লক্ষ ৭৫ হাজার টাকা।

এ সময় গ্রেপ্তার একজন আসামির বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা
হয়।