মিলান কুন্ডেরা। ছবি : সংগৃহীত

বিখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা (৯৮) আর নেই। বুধবার (১২ জুলাই) চেক প্রজাতন্ত্রের মোরাভিয়ান লাইব্রেরি এ তথ্য জানায়।

‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিং’ নামের বিখ্যাত উপন্যাসের রচয়িতা ছিলেন মিলান কুন্ডেরা। খবর এএফপির।

কুন্ডেরার ব্যক্তিগত সংগ্রহ নিয়ে গড়ে তোলা মোরাভিয়ান লাইব্রেরির (এমজেডকে) মুখপাত্র আনা ম্রাজোভা বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিলান কুন্ডেরা মঙ্গলবার প্যারিসে মারা যান।’

মিলান কুন্ডেরার জন্ম চেকোস্লোভাকিয়ার ব্রানোতে। ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সমালোচনা করার জন্য তাঁকে একঘরে করা হয়। এরপর ১৯৭৫ সালে তিনি ফ্রান্সে পাড়ি জমান।