জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।

চাঁদপুর নৌ থানা–পুলিশ ২৫ সেপ্টেম্বর জানায়, নৌ থানা–পুলিশ চাঁদপুর সদর থানা এলাকায় পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ১১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা। এ সময় কিছু ইলিশ মাছও জব্দ করা হয়।

জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয় বলে জানিয়েছে নৌ থানা-পুলিশ।