ইয়াবা কারবারিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত এএসআই পেয়ারুল ইসলামকে গার্ড অব অনার দেন পুলিশ সদস্যরা। ছবি: আরপিএমপি

অভিযানে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে নিহত সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলামকে গার্ড অব অনার দিয়েছেন পুলিশ সদস্যরা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনসে শনিবার বিকেল চারটার দিকে জানাজা শেষে পেয়ারুলকে গার্ড অব অনার দেওয়া হয়।

ওই সময় পেয়ারুলের শববাহী কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম।

রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুরের কমান্ড্যান্ট বাসুদেব বণিক, জেলার পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার, বিপিএম-পিপিএম (বার), রংপুর পিবিআইয়ের এসপি জাকির হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপারসহ আরপিএমপি ও রংপুর রেঞ্জ অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তারা পেয়ারুলের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার সভাপতি শাফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

শ্রদ্ধা নিবেদনের সময় সবাই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনায় বীর এ পুলিশ সদস্যের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এএসআইয়ের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে পাঠানো হয়।
আরপিএমপির হারাগাছ থানার এএসআই পেয়ারুল ইসলাম শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ওই থানা এলাকার সিগারেট কোম্পানি বাজারে ছিলেন। সেখানে তিনি জানতে পারেন, ওই বাজারে পারভেজ রহমান পলাশ নামের এক ব্যক্তি ইয়াবা বড়ি বিক্রি করছে। পরে মাদক কারবারি পলাশকে ধরতে যান এএসআই পেয়ারুল।

আটকের সময় পলাশ এএসআই পেয়ারুলের বুকে ছোরা দিয়ে আঘাত করে। এতে পেয়ারুল মারাত্মক আহত হন। পরে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে অস্ত্রোপচার করা হয়।

পরবর্তী সময়ে পেয়ারুলকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে শনিবার বেলা ১১টা ১৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।