মেঘনা নদীতে চাঁদপুরের হরিণাঘাট নৌ ফাঁড়ির সদস্যদের অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। ১ মার্চ (বুধবার) অভিযানটি পরিচালিত হয়।

নৌ পুলিশ জানায়, হরিণাঘাট নৌ ফাঁড়ির সদস্যরা ১ মার্চ মেঘনা নদীর বিভিন্ন শাখায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ৩০ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ৩৯ লাখ ৬ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।