চাঁদপুরের হাইমচরে অভিযানের সময় জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মধ্যে বণ্টন করেছে নৌ পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ২ লাখ মিটারের বেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। হাইমচরের নীলকমল নৌ ফাঁড়ির সদস্যরা ১ মার্চ এ অভিযান পরিচালনা করেন।

নৌ পুলিশ জানায়, নীলকমল নৌ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর বিভিন্ন শাখায় দুই দফায় জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসব জালের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। অভিযানের সময় ৫০ কেজি মাছও জব্দ করা হয়েছে।

জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় ও অসহায়দের মধ্যে বন্টন করা হয়েছে।