ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন। ছবি: পুলিশ নিউজ

চট্টগ্রাম রেলওয়ে জেলার ভাটিয়ার রেলওয়ে স্টেশন ও বিএমএ রেলওয়ে এলাকার মধ্যবর্তী স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় এবং চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়।

সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমামসহ স্থানীয় ব্যবসায়ী এবং রেলওয়ে পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে রেলওয়ে স্টেশন এবং রেললাইনের আশপাশের লোকদের সহযোগিতা কামনা করা হয়।

ট্রেনে পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে তরুণদের অবহিত করা হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

ট্রেনে পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে অবহিত করার পাশাপাশি শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।

এ ছাড়া পাথর নিক্ষেপ প্রতিরোধে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।