চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইনসে মেহমানখানা উদ্বোধন করছেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেছেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম (সেবা)।

পরিদর্শনকালে সোমবার (৭ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইনসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইনস পরিদর্শন করছেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

মাল্টিপারপাস হল ও মেহমানখানা উদ্বোধনের পর পুলিশ লাইনসের গোলঘরে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন তিনি। এরপর পুলিশ লাইনসের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কার্যক্রম চলমান রাখার নির্দেশনা দেন তিনি।
ফলদ বৃক্ষের চারা রোপণ করছেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন থানা, ফাঁড়ি ও রেলওয়ে জেলার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।