ডিবির হাতে গ্রেপ্তার দুজন। ছবি: দৈনিক বাংলা

মোটরসাইকেল চুরির ঘটনায় কয়েক মাস আগে করা মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে তাঁদের কাছ থেকে বাড়ি ও দোকান থেকে চুরি করা মালামালও উদ্ধার করা হয়েছে। এসবের তালিকায় রয়েছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ।

গত রোববার নীলফামারী জেলা শহরের গাছবাড়ী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন জেলার নতুন পুলিশ লাইনস এলাকার ইসমাইল হোসেন (২১) ও মেরাজুল ইসলাম (২০)। খবর দৈনিক বাংলার।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গত ২২ জানুয়ারি জেলা সদরের নতুন পুলিশ লাইনস এলাকার শুভ্র দেব রায় নামে একজনের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ২৪ জানুয়ারি থানায় মামলা করেন ওই ব্যক্তি।

এ মামলায় তদন্তের একপর্যায়ে চুরি হওয়া মোটরসাইকেল ও চোর শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। পরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরি এবং আবুল কালাম আজাদ নামে একজনের দোকান ও আমিনুর রহমান নামে একজনের বাড়ি চুরির বিষয়টি স্বীকার করেন।

ডিবির এ কর্মকর্তা বলেন, ‘দোকান ও বাড়ি থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে তাঁদের কাছ থেকে। এসব মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো নগদ ২১ হাজার টাকা, বৈদেশিক মুদ্রা ও দেড় ভরি স্বর্ণ।’