চট্টগ্রাম মহানগরীতে ডিবির অভিযানে গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে।

সিএমপির বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ২৮ মে (শনিবার) দিবাগত রাতে অভিযানটি পরিচালিত হয়।

সিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ২৮ মে দিবাগত রাত দেড়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের ড্রাম গেট সিএনজি স্ট্যান্ড-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ ডাকাতকে গ্রেপ্তার করে। সে সময় গ্রেপ্তার আসামিরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। জিজ্ঞাসাবাদে তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে গ্রিল কাটার, কিরিচ, রামদা, ধামা, কোরাবাড়ীসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ও থানায় ডাকাতি, চুরি, অস্ত্র, মাদক, খুনসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা আছে।