চট্টগ্রাম মহানগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এমটি সেকশনে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ জুন) বেলা পৌনে ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া ফোর-এইচ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর জাগো নিউজের।

এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের চালক মো. কলিম উল্লাহকে (৩৫) আটক করেছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ট-১৩-২২৪৮) জব্দ করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, দুপুরে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন কনস্টেবল জাহাঙ্গীর। এ সময় বালুছড়া এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।