দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারি। ছবি-সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্য হতাহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন বাবা-ছেলে, আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মা-মেয়ে ও অটোরিকশার চালক।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সান্যাল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও তার ছেলে আব্দুর রহমান (২)।

মাহবুব পাবনা স্কয়ারে এক্সিকিউটিভ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন এবং শহরের কালাচাঁদপাড়া মহল্লায় ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি আশিষ জানান, রাজশাহীতে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে মাহাবুল আলম স্ত্রী ও সন্তানদের নিয়ে পাবনায় ফিরছিলেন। পথে রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহাবুল ও তাঁর ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্ত্রী-মেয়ে ও অটোরিকশার চালক।

খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়।

ওসি বলেন, এ ঘটনায় ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্বজনদের আবেদনের পর মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।