ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর পর ঘটনাস্থলে এলাকাবাসী ও প্রশাসনের লোকজন জড়ো হন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল: বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান(৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাইবোন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নীলফামারী সদর থানার ওসি আবদুর রউপ জানান, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে অন্যজনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।