চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেফাজতে চোর চক্রের এক সদস্য। ছবি: পুলিশ নিউজ

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা, এলইডি টিভি, ব্লেন্ডার মেশিন উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।

বৃহস্পতিবার সিএমপির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বোট বাজার থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার বাবলু (২৮) এবং চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তম দে (৩৮)।

পুলিশ জানায়, গত কয়েক মাসে কোতোয়ালি থানা এলাকায় তিনটি চুরির ঘটনা ঘটে। পরে কোতোয়ালি থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। তদন্তের একপর্যায়ে আসামি বাবলুর সন্ধান পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে বাবলু জানান, চুরি করা স্বর্ণালংকার তিনি কর্ণফুলী থানা এলাকার উত্তমের কাছে বিক্রি করেছেন। পরে চুরি করা স্বর্ণালংকারসহ উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।