১২০০ বছর পুরোনো কষ্টিপাথরের মূর্তি। ছবি : সংগৃহীত

কাশ্মীরের শ্রীনগরে ১২০০ বছর পুরোনো কষ্টিপাথরের মূর্তির সন্ধান পাওয়া গেছে। খবর বাংলানিউজের।

প্রায় এক মাস আগে ঝিলাম নদীর পাড় খনন করে মূর্তিটি পাওয়া যায়। সে সময় মূর্তিটির বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি বিশেষজ্ঞরা। তবে পরীক্ষার পর জানানো হয়, কষ্টিপাথরের এই মূর্তি প্রায় ১২০০ বছর পুরোনো। মূর্তিটি স্থানীয় কাশ্মীরিদের হাতে তৈরি।

ওই মূর্তিতে রয়েছে গন্ধর্ব শিল্পকলার ছাপ। প্রায় ৮ ইঞ্চি লম্বা এবং ৬ ইঞ্চি চওড়া মূর্তিতে দুর্গা ঠাকুর বসে আছে সিংহের ওপর।
কাশ্মীরের প্রত্নতত্ত্ব বিভাগের ডেপুটি ইন-চার্জ মুশতাক আহমেদ বেগ বলেন, ‘মূর্তিটি ১০০ শতাংশ স্থানীয় শিল্পীদের হাতে তৈরি।

এতে গন্ধর্ব শিল্পকলার ছাপ রয়েছে। আমাদের এখানে বিভিন্ন স্থানের শিল্পকলার নিদর্শন রয়েছে। এর মধ্যে আমাদের কাজ অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে বেশি সূক্ষ্ম।’