রাজধানীর চকবাজারে চুরি হওয়া স্বর্ণালংকার, টাকাসহ শনিবার তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবি। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর চকবাজার মডেল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রবেল ওরফে লাদেন, মো. শহিদুল ইসলাম ও মোসাম্মৎ কাকুলী। ওই সময় তাঁদের হেফাজত থেকে ১৬ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম ডিএমপি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৫ জুন রাতে চকবাজার অরফানেজ রোডের একটি ফ্ল্যাটে গ্রিল কেটে ১৮ ভরি স্বর্ণালংকার ও ৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় ১৯ জুন চকবাজার মডেল থানায় একটি মামলা করা হয়। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

ডিবি সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রাপ্ত ছবি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। গতকাল শনিবার লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার, টাকাসহ তাঁদের গ্রেপ্তার করে।

চুরি যাওয়া বাকি স্বর্ণালংকার ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।