ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরদপ্তরে নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে।

শনিবার সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)-এর নির্দেশে এই নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়।

নিয়ন্ত্রণকক্ষের সার্বিক তত্ত্বাবধানে আছেন সিএমপির এডিসি (ক্রাইম) মো. জাহাঙ্গীর। তাঁর মোবাইল নম্বর: ০১৩২০০৫২১২০
নিয়ন্ত্রণকক্ষের নম্বরগুলো হলো ০১৬৭৬১২৩৪৫৬, ০১৩২০০৫৭৯৮৮, ৬৩০৩৫২, ৬৩০৩৭৫ ও ৬৩৯০২২।

ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তী সময়ে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য এই নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।